সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতনধর্মালম্বীদের সাথে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতনধর্মালম্বীদের সাথে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাম্প্রদায়িকতার বিষ বাষ্প যেন কেউ ছড়াতে না পারে

মুকুল কান্তি দাশ; গণভবন থেকে ফিরে……
প্রধানমন্ত্রী শেখ হসিনা বলেছেন, প্রতি বছরেই পূজার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবার ধর্মীয় উৎসব যেন আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়। বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রতির দেশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দসহ সারাদেশ থেকে সনাতন ধর্মালম্বীদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সভামঞ্চে উপস্থিত ছিলেন- ধর্মমন্ত্রী মতিউর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, চট্টগ্রামের বাঁশখালীস্থ ঋষিধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদশর্নানন্দ পূরী মহারাজ, ইসকনের ভক্তিপ্রিয়ম গদাধর মহারাজ ও রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ।

এসময় বক্তব্য রাখেন- শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সভাপতি গৌরাঙ্গ দে, সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও রাউজন পৌরসভার মেয়র দেবাশিষ পালিত, পূজা কমিটিরনেতা শৈলেন মজুমদার, সুব্রত পাল, কিশোর মন্ডল প্রমুখ।

অনুষ্টানের শুরুতে হিন্দু-ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষে ভাইস-চেয়ারম্যান সুব্রত পাল, ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, আমাদের স্লোগানই হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এবং এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে সৌন্দর্য। প্রতিটি ধর্মীয় উৎসব ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই এক হয়ে উৎসব উদযাপন করছে, এই এরকম সুন্দর একটা পরিবেশ আমরা বাংলাদেশে সৃষ্টি করতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, আপানারা এই দেশেরই মানুষ। এই দেশেরই সন্তান। এই দেশ আপনাদের। মহান মুক্তিযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি। শহিদের রক্ত তো কোন বাধা মানেনি। কে হিন্দু কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, সেটা দেখেনি। সেই রক্ত একাকার হয়ে গেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি।

তিনি আরো বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প কেউ যেন ছড়াতে না পারে এবং অসাম্প্রদায়িক চেতনায় প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে আমরা সেই ব্যবস্থাই করতে চেয়েছি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছি। আমাদের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্ম বর্ণের মানুষ এক হয়ে মুক্তিযুদ্ধ করেছে। এই দেশ সকল ধর্মের মানুষের জন্য। এখানে সুন্দরভাবে বসবাস করা, প্রত্যেকেরই আর্থসামাজিক উন্নতি,সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগড়ে পাহাড়ি ঢলে বসতবাড়ি নদীগর্ভে বিলীন : পুনর্বাসনের সহযোগিতা কামনা 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : চলমান বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ঈদগড়ে এবার একাধিক বসতবাড়ি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/