সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / সদর উপজেলা পরিষদ নিবার্চনে শেষ মুহুর্তেই চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই

সদর উপজেলা পরিষদ নিবার্চনে শেষ মুহুর্তেই চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তেই ত্রিমুখী লড়াই সম্ভবনা দেখা যাচ্ছে। গ্রামীণ জনপদে চষে বেড়াচ্ছেন হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থীরা।

বাংলাদেশ আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কায়সারুল হক জুয়েল, আনারস প্রতীকের বৃহত্তর ঈদগাঁওর সেলিম আকবর এবং ঘোড়া প্রতীকে চারবারের কক্সবাজার পৌরসভার সফল চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার নুরুল আবছার নিবার্চনী প্রচার প্রচারণায় ব্যস্তমুখর। চেয়ারম্যান প্রার্থীদের ভোটের লড়াই যেন চোখে পড়ার মত।

আগামী ৩১শে মার্চ সদর উপজেলা পরিষদ নিবার্চনকে সামনে রেখে তিন চেয়ারম্যান প্রার্থী কোমর বেঁধে ভোটের লড়াইয়ে নিবার্চনী মাঠে অবস্থান করছেন। ব্যাপক গণসংযোগ, পথসভা ও গ্রামাঞ্চলের খেটে খাওয়া সাধারণ ভোটারদের কাছ থেকে ভোট প্রার্থনা করে যাচ্ছেন প্রায়শ। পাড়া মহল্লায় প্রচারণায় পুরুষের ন্যায় নারীরাও মাঠে অংশ নিয়েছেন।

নৌকার প্রার্থী জুয়েল পৌর এলাকা পেরিয়ে ঈদগাঁওর বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন। দল মত নির্বিশেষে ভোট চাইতে গিয়ে জনতার ভালবাসায় সিক্ত হন এ প্রার্থী। ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ, চৌফলদন্ডী, ভারুয়াখালী এবং ঈদগাঁও ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে নৌকা মনোনীত প্রার্থী জুয়েল ব্যস্ত সময় পার করছে। দুরন্তপনায় ছুটে চলছে প্রতিটি পাড়া মহল্লায় ভোটের প্রার্থনায় ভোটারের কাছে। বনাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান কায়সারুল হক জুয়েল শহর এলাকার পাশাপাশি সদরের বিভিন্ন ইউনিয়নের মাঠে ঘাটে নির্বাচনী প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। সাধারণ ভোটারের পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও নৌকার পক্ষে ভোটের মাঠে রয়েছেন। আবার নৌকার বিজয় নিশ্চিত করতে গ্রামাঞ্চলে দলীয় নেতাকর্মীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লায়।

আনারস প্রতীকে শ্রমিক নেতা চেয়ারম্যান প্রার্থী সেলিম আকবর বৃহত্তর ঈদগাঁওসহ নির্বাচনী এলাকার গ্রামাঞ্চলে চষে বেড়াচ্ছেন। দিন যতই ঘনিয়ে আসছে ততই আনারসের প্রচারণা জমে উঠছে। সেলিম আকবর আনারস মার্কা নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষায় মেতে উঠছে। নিবার্চনী গণসংযোগ, পথসভা যেন জনসভায় রুপ নেয়। গ্রামাঞ্চলে ভোটের লড়াই আর প্রচারণায় তিনিই এগিয়ে।

বৃহত্তর ঈদগাঁও এলাকা থেকে একজন মাত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার বেশ সুবিধাজনক অবস্থায় আছেন বলে মনে করেন ভোটার। আনারসের পক্ষে নারীরাও নিবার্চনী গণসংযোগে ব্যস্তমুখর।

সদরের বৃহত্তর ঈদগাঁওর ইসলামপুর, পোকখালী ইসলামাবাদ, জালালাবাদ, চৌফলদন্ডী, ভারুয়াখালীসহ ঈদগাঁও ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লা সহ সদরের অন্যন্য ইউনিয়ন ও শহর এলাকায় সেলিম আকবরের নাম শোভা পাচ্ছে সর্বত্রস্থানে। একবুক স্বপ্ন নিয়ে ভোটারদের ভালবাসায় বিরতি হীন প্রচারণার এগিয়ে যাচ্ছে। আত্মীয় স্বজন ও সমর্থকরা ব্যাপক প্রচারণা অব্যাহত রেখেছেন।

সাবেক সফল পৌর পিতা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আবছার ঘোড়া প্রতীক নির্বাচনী প্রচারনায় ফের মাঠে নেমেছেন। তিনি পৌরসভাসহ বৃহত্তর ঈদগাঁওর নানা স্থানে ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন। তারই কর্মী সর্মথকরা তাকে পেয়ে মহাখুশিতে উৎফুল্ল হয়ে উঠেছেন। অল্প কদিনের প্রচারনা আর তাঁর জনপ্রিয়তা কাজে লাগিয়ে মুঠামোটি ভাবে নিবার্চনী মাঠে লড়াই করে যাচ্ছেন।

গ্রামীণ জনপদের ভোটারদের মতে, এবার সদর উপজেলা নিবার্চনে যিনি ঈদগাঁওর ভোটারদের মন জয় করতে পারবেন তিনিই হয়তো শেষ হাসি হাসতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-6-5-24.jpg

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  এম আবু হেনা সাগর;ঈদগাঁও : অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/