সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ৮৫ ধর্ষণসহ এপ্রিলে নির্যাতনের শিকার ৪১৯ নারী ও শিশু

৮৫ ধর্ষণসহ এপ্রিলে নির্যাতনের শিকার ৪১৯ নারী ও শিশু

প্রতীকী ছবি

এপ্রিল মাসে ৮৫টি ধর্ষণ এবং বাল্যবিয়ে সংক্রান্ত ৩৫টি ঘটনাসহ নারী নির্যাতনের মোট ৪১৯টি ঘটনা ঘটে বলে দাবি করছে বাংলাদেশ মহিলা পরিষদ। মে মাসের শুরুতে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি।

পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু এই প্রতিবেদন প্রকাশ করেন। লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদন মতে, উক্ত সময়ে ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ৮৫টি তার মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪ জনকে, এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১২ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৩ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছে ২৯ জন।

এসিডদগ্ধের শিকার হয়েছে ৪ জন ও অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৯ জন তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। অপহরণের ঘটনা ঘটেছে মোট ৭টি। নারী ও কন্যাশিশু পাচারের শিকার হয়েছে ২ জন। বিভিন্ন কারণে ৬০ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৩২ জন, তাদের মধ্যে হত্যা করা হয়েছে ১১ জনকে। গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছেন ৬ জন এদের মধ্যে গৃহপরিচারিকা হত্যা করা হয়েছে ৩ জনকে। উত্ত্যক্ত করা হয়েছে ৩২ জনকে, এখানে উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন দুই নারী।

বিভিন্ন কারণে ৩১ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিয়ে সংক্রান্ত ঘটনা ঘটেছে ৩৫টি, এখানে বাল্যবিয়ের শিকার হয়েছে ১০ জন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে ২৫টি।

৪৩ শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। শারীরিক নির্যাতন করা হয়েছে ১৯ জনকে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে ৭ জন। বেআইনি ফতোয়ার ঘটনা ঘটেছে ৬টি। এছাড়া অন্যরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/