Home / প্রচ্ছদ / স্পাইডারম্যানের নায়িকার গালিগালাজ

স্পাইডারম্যানের নায়িকার গালিগালাজ

Sparideerস্পাইডারম্যানের নায়িকা কাস্টর্ন ডানস্ট গালাগালি’র পক্ষে কথা বললেন, তিনি বলেন, ‘অভিনেতা অভিনেত্রীরাও আর সবার মতো রক্ত মাংসের মানুষ। তারা সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, এমন প্রত্যাশা করা উচিত নয়। অনেকেই এই ভুলটা করেন এবং এর মাশুলও তাকে দিতে হয়।’

মূলত তিনি তার অভিনিত সিনেমা ‘টু ফেসেস অব জানুয়ারি’ সিনেমায় অভিনয়ের পর সমালোচকরা তার অভিনয়ের সমালোচনা করেন। আর তাতেই তিনি ক্ষেপে গিয়ে বেশ কটু বাক্য বলেছিলেন। পরে আবার সমালোচকদের কথাও শুনেন।

এখন সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, তখন উত্তরে তিনি সেই খারাপ ব্যবহারের ব্যাপারে এসব কথা বলেন।

– প্রিয়ডটকম,ডেস্ক।

Leave a Reply

%d bloggers like this: