ভারতের অন্ধ্রপ্রদেশে বজ্রপাতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। রাজ্য মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিহত প্রত্যেকের পরিবারের জন্য ৪ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়, প্রকাসাম জেলায় ৬ জন, নেলোর জেলায় ৫ জন, কৃষ্ণ জেলায় ৪ জন এবং গুনটুর ও পূর্ব গোদবাড়ি জেলায় ২ জন করে মানুষ বজ্রপাতে মারা গেছেন। প্রকাসাম জেলায় নিহতদের মধ্যে তিন জন নারী রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও চার জন। কৃষ্ণ জেলায় এক নারী সহ চার কৃষক নিহত হন। মাঠে কাজ করার সময় তাদের ওপর বজ্রপাত আঘাত হানে।
এদিকে গুনটুর জেলায় অন্ধ্রপ্রদেশ ও ত্রিপুরার নারী ক্রিকেটাররা ভাগ্যক্রমে বেঁচে যান। এসিএ স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলার সময় সেখানে বজ্রপাত হয়। সৌভাগ্যবশত কেউ এতে হতাহত হননি। ক্রিকেটারদের দ্রুত মাঠ থেকে সরিয়ে নেয়া হয়।
-গ্লোবটুডেবিডিডটকম.ডেস্ক।
You must be logged in to post a comment.