বাংলাদেশে খেলাধুলার জন্য একটি আলাদা টেলিভিশন চ্যানেলের দাবি ক্রীড়াপ্রেমীদের বহুদিনের। বিশেষ করে ঘরোয়া ক্রিকেট ও ফুটবলের বিভিন্ন খেলা টেলিভিশন পর্দায় দেখতে না পারার আফসোস প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে।
এবার সেই আক্ষেপ মেটানোর আশাবাদ নিয়ে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি। চ্যানেলের ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষ্যে গাজী স্পোর্টস, গাজী নিউজ, গাজী মুভিস ও গাজী কিডস নামের ৪টি ভিন্ন ভিন্ন টেলিভিশন চ্যানেল চালু করার ইচ্ছে ব্যক্ত করেছে গাজী টেলিভিশন কর্তৃপক্ষ। এজন্য পুরনো লোগো পরিবর্তন করে নতুন লোগো ও ব্যবহার শুরু করেছে তারা।
তবে আপাতত মূল চ্যানেলটিতেই বিভিন্ন সময় ও সেগমেন্টে অনুযায়ী এই ৪টি ভিন্ন নামে চ্যানেলটি কার্যক্রম চালাবে। এরপর ধীরে ধীরে এগুলো স্বতন্ত্র চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছে গাজী টেলিভিশন কর্তৃপক্ষ।
– প্রিয়ডটকম,ডেস্ক।
You must log in to post a comment.