মহানবীকে নিয়ে নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘মুহাম্মদ (সা.)’ অস্কারে যাচ্ছে। বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদির এই সিনেমাটিইরানের পক্ষ থেকে ৮৮তম অস্কারের জন্য মনোনীত হয়েছে।
চলচ্চিত্রটিতে বিশ্বনবীর শৈশবের জীবন আলেখ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। অস্কারের বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে ইরানের প্রতিনিধিত্ব করবে এটি।
ইরানের সিনেমা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কমিটি পর্যালোচনার পর এই সিনেমাটিকে অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
মহানবীকে নিয়ে নির্মিত তিন খণ্ডের এ চলচ্চিত্রটির এটি প্রথম খণ্ড। এ অংশে তার মক্কার জীবনালেখ্য তুলে ধরা হয়েছে। ১৭১ মিনিটের চলচ্চিত্রটি নির্মাণে মাজিদির সময় লেগেছে সাত বছর। ইরানের সবচেয়ে ব্যয়বহুল ছবিটি নির্মাণে তিন কোটি ৫০ লাখ ডলার ব্যয় হয়েছে।
২৭ আগস্ট ইরানের রাজধানী তেহরানসহ ১১ শহরের ১৪৩টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির প্রদর্শন শুরু হয়।
– বাংলাদেশবাণীটোয়েন্টিফোরডটকম,ডেস্ক।
You must log in to post a comment.