Home / প্রচ্ছদ / ধর্মীয় / অ্যাড: দিপঙ্কর বড়ুয়া পিন্টু এবং অ্যাড: সুশোভন বড়ুয়া’র মাতার মৃত্যুতেকক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ্যাড: দিপঙ্কর বড়ুয়া পিন্টু এবং অ্যাড: সুশোভন বড়ুয়া’র মাতার মৃত্যুতেকক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2023/08/Shok-Manju-Rani-Barua-10-9-23.jpg?resize=540%2C330&ssl=1

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট দিপঙ্কর বড়ুয়া পিন্টু এবং অ্যাডভোকেট সুশোভন বড়ুয়া এর মাতা মঞ্জু রাণী বড়ুয়া অদ্য ১০ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৯ টার সময় বার্ধক্যজনিত কারণে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।

আগামীকাল ১১ আগস্ট (শুক্রবার) দুপুর ২ টায় কক্সবাজার শহরের মোহাজের পাড়া বৌদ্ধ মন্দিরে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট দিপঙ্কর বড়ুয়া পিন্টু এবং অ্যাডভোকেট সুশোভন বড়ুয়ার মাতা মঞ্জু রাণী বড়ুয়া এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াতের প্রতি সদগিত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

world aids day ( 1 December )#https://coxview.com/world-aids-day-1-december/

১ ডিসেম্বর; ইতিহাসের এইদিনে

১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১লা ডিসেম্বর দিনটিকে বেছে নেওয়া হয়েছে। মরণব্যাধি এইডসকে রুখতে, প্রতিরোধ ...

%d bloggers like this: