সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আজ প্রাথমিক সমাপনি পরীক্ষা শুরু : জেলায় ৮৯ কেন্দ্রে ৬৪৫৫৭ জন পরীক্ষার্থী

আজ প্রাথমিক সমাপনি পরীক্ষা শুরু : জেলায় ৮৯ কেন্দ্রে ৬৪৫৫৭ জন পরীক্ষার্থী

PSC - 2এম.বেদারুল আলম; কক্সভিউ:

আজ ২২ নভেম্বর ছোটদের প্রথম পাবলিক পরীক্ষা প্রাথমিক সমাপনী শুরু হচ্ছে। জেলায় এবার ৮৯ কেন্দ্রে ৬৪ হাজার ৫শ ৫৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। পরীক্ষা গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট প্রশাসন। প্রাথমিক ও এবতেদায়ি পরীক্ষার মধ্যে প্রাথমিক সমাপনীতে ৫১ হাজার ৩শ ৪৭ জন, এবতেদায়ি সমাপনীতে ১৩ হাজার ২শ ১০ জন পরীক্ষা দিচ্ছে। গত বছরের তুলনায় এ বছর ৩টি পরীক্ষা কেন্দ্র বেড়েছে উভয় পরীক্ষায় পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে ১১ হাজার ৭৩২ জন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সফরে মোট পরীক্ষার্থী ৮৮৩৭ জন। এতে বাংলা ভার্সনে ৮৮০৩ জন এবং ইংলিশ ভার্সনে ৩৪ জন। এবতেদায়িতে ২৯৬৫ জন। মোট কেন্দ্র ১৭টি।

  • রামুতে পরীক্ষার্থীর সংখ্যা ৭৪৬৬ জন।
  • চকরিয়া উপজেলায় পরীক্ষা দিচ্ছে ১৫ হাজার ৪১৩ জন।
  • পেকুয়ায় পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮৩৯ জন।
  • কুতুবদিয়া উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৩৯ জন।
  • মহেশখালীতে পরীক্ষার্থীর সংখ্যা ৭৯৯৩ জন।
  • টেকনাফ উপজেলায় পরীক্ষার্থী ৫৬৭৭ জন।
  • উখিয়ায় ৬ হাজার ৯২৮ জন।

পরীক্ষা চলছে ২২ থেকে ২৯ নভেম্বর প্রতিদিন বেলা ১১ টা দুপুর দেড়টা পর্যন্ত চলবে। প্রতিবন্ধি পরীক্ষার্থীর জন্য সরকার ২০ মিনিট অতিরিক্ত সময় প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে শহরের কয়েকটি পিএসসি পরীক্ষা কেন্দ্রে ২ জন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তার সন্তান পরীক্ষায় অংশগ্রহণের কারণে তাদের মনোনীত এবং গৃহশিক্ষককে পরীক্ষা কেন্দ্রের সচিব হিসাবে নিয়োগ করায় শিক্ষক মহলে ক্ষোভ রয়েছে। কয়েকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ সুবিধা প্রদানের জন্য উক্ত শিক্ষককে উক্ত কেন্দ্রের সচিব নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষকরা এ বিষয়ে জেলা প্রশাসকের তদন্ত চেয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/