সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমানোর সময় মিয়ানমারে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশিকে ফেরত আনতে মিয়ানমারে পৌঁছেছেন বিজিবির ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-মিয়ানমারের ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় নির্ধারিত পতাকা বৈঠক শুরু হয়েছে।
বিজিবি ও বিজিপির মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে বিজিবির ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। বৈঠক শেষে দুপুর দুইটা নাগাদ কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফিরিয়ে আনা হবে।
১৫৯জন অভিবাসীর মধ্যে নারায়ণগঞ্জের ১২ জন, কিশোরগঞ্জের ১৩ জন, চট্টগ্রামের ১৮ জন, ফরিদপুরের ১২ জন, হবিগঞ্জের ১৭ জন, নরসিংদীর ৮০ জন, নওগাঁর দুজন, নাটোরের একজন, শরিয়তপুরের তিনজন ও বরিশালের একজন রয়েছেন।
শীর্ষ নিউজডটকমডেস্ক।
You must be logged in to post a comment.