মাঝখানে দুজনের মধ্যে বন্ধুত্বের টানাপোড়ন ছিল। ৫ বছর একে অন্যের ছায়াও মাড়াননি। অবশেষে ২০১৩ সালে ভারতের কংগ্রেস নেতা সালমানের বাবা সিদ্দিকের ইফতার অনুষ্ঠানে বুকে বুক মিলিয়ে দ্বন্দ্ব মাটিচাপা দেন শাহরুখ-সালমান। এরপর থেকেই শোনা যাচ্ছিল তারা একই ছবিতে কাজ করবেন। ভক্তরাও আশায় ছিলেন। আদিত্য চোপড়া এ দুজনকে এক ছবিতে কাজ করিয়ে ভক্তদের সে আশা পূরণ করতে যাচ্ছেন।
আদিত্য চোপড়া এরই মধ্যে রোমান্টিক-থ্রিলার ঘরানার ছবিটির চিত্রনাট্য শাহরুখ ও সালমানকে দেখিয়েছেন। দুজনই তা দারুণ পছন্দ করেছেন। তারা আবার একসঙ্গে বড় পর্দায় কাজ করতে আগ্রহী। এরই মধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য শিডিউল দিয়েছেন শাহরুখ। ছবির কাজ শুরু হবে ২০১৬ সালের শেষদিকে।
এর আগে শাহরুখ ও সালমান অভিনীত ‘করণ অর্জুন’ ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে। সর্বশেষ ২০০২ সালে ‘হাম তুমহারে হ্যায় সোনম’ ছবিতে একসঙ্গে দেখা যায় শাহরুখ ও সালমানকে।-বাংলাদেশপ্রেসডটকম, ডেস্ক।
You must log in to post a comment.