কলকাতার ছবি নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন আলোচিত অভিনেত্রী পাওলি দাম। চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কলকাতার ৭টি বাংলা ছবিতে দেখা যাবে এ অভিনেত্রীকে।
গত বছর হিন্দি ছবি ‘অঙ্কুর আরোরা কি মার্ডার কেস’-এ অভিনয় করেছিলেন তিনি। এরপর আর কোনো হিন্দি ছবিতে পাওয়া যায়নি।
বর্তমানে বাংলা ছবি নিয়েই ব্যস্ত তিনি। এদিকে বাংলাদেশে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিতে অভিনয় করছেন পাওলি। এ ছবিতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিবের বিপরীতে দেখা যাবে তাকে। একজন পতিতার চরিত্রে পাওলি এ ছবিতে কাজ করেছেন।
শাকিব-পাওলি অভিনীত এ ছবিটি এরই মধ্যে দর্শকদের মাঝে বেশ কৌতূহল তৈরি করছে। এরই মধ্যে ছবির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। আগামী মাসেই আবারও শুটিং শুরু হবে এ ছবির। এ লটে ছবিতে থাকা পাঁচটি গানের শুটিং হবে।
এরই মধ্যে শাকিব খান ও পাওলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে শিডিউলের জন্য। তারা ২ জনই আগামী মাসে সময় দেবেন বলে জানিয়েছেন পরিচালক কল্লোল।
সে হিসেবে আগামী মাসেই পাওলির ঢাকা আসার কথা রয়েছে। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সোহানী হোসেনের কাহিনী অবলম্বনে এ ছবির ৬টি গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, জেমস, মমতাজ, কনা, মিলা, পান্থ কানাই ও পূজা।
সবকটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। এরই মধ্যে অনলাইনে ছবিটির ফাস্টলুকের একটি টিজার প্রকাশ করা হয়েছে। ছবিটিতে শাকিব ও পাওলি দাম ছাড়াও অভিনয় করছেন আহমেদ রুবেল, শামীমা নাজনীন, রিনা খান, শিমুল খান, ডন, কাবিলাসহ অনেকে।
এ ছবি প্রসঙ্গে পরিচালক হাসিবুর রেজা কল্লোল জানান, আগামী মাসেই ৫টি গানের শুটিংয়ের জন্য শাকিব ও পাওলি শিডিউল দেবেন বলে জানিয়েছেন। দুজনের সময় মিলিয়েই তারিখ চূড়ান্ত হবে। আশা করছি একটি পরিপূর্ণ ছবি সবাইকে উপহার দিতে পারবো
-ব্রেকিংনিউজডটকম,ডেস্ক।
You must be logged in to post a comment.