আমেরিকার অন্তত ৩৫ নগরীতে গত বছরের তুলনায় হত্যাকাণ্ড হঠাৎ করেই বেড়ে গেছে। মেলওয়াকি, সেন্ট লুইস, ওয়াশিংটন এবং বাল্টিমোরসহ এ সব নগরীতে উল্লেখযোগ্য ভাবে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার স্পষ্ট কোনো কারণ বিশেষজ্ঞরা বের করতে পারছেন না।
নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হিসাবে বলা হয়েছে, মেলওয়াকিতে চলতি বছরে হত্যাকাণ্ড ৭৬ শতাংশ বেড়েছে এবং হত্যাকাণ্ডের দিক থেকে অন্য সব শহরের চেয়ে শীর্ষে রয়েছে এ শহরটি। এরপরের স্থান করে নিয়েছে সেন্ট লুইস এবং চলতি বছরে হত্যাকাণ্ড ৬০ শতাংশ বেড়েছে এ শহরে। এ ছাড়া বাল্টিমোরে বেড়েছে ৫৬ শতাংশ।
হত্যাকাণ্ড এ ভাবে বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। অল্প দামে আগ্নেয়াস্ত্র কেনার সুযোগ, রাস্তায় গুণ্ডাদের উৎপাত বাড়া এবং তরুণদের অধিকহারে অস্ত্র ব্যবহারের দিকে ঝোঁকাকে এ সবের মধ্যে অন্যতম মনে করছেন অনেক বিশেষজ্ঞা।
– নতুন বার্তা ডেস্ক।
You must log in to post a comment.