আসন্ন ওয়ালটন বীচ ফুটবল টুর্ণামেন্টকে উপলক্ষ করে নড়েচড়ে বসেছে কক্সবাজারের ফুটবলাঙ্গন। ২৯ আগস্ট সৈকতের লাবণী পয়েন্টে শুরু হওয়া এই বীচ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিততে কোমর বেঁধে নেমেছে ক্লাব সংগঠকরা। রানিং চ্যাম্পিয়ন ইয়ংম্যান্স শিরোপা ধরে রাখতে অভিজ্ঞ মাসুদ, মোবারকদের দলে ভেড়াতে তত্পর রয়েছে। তবে এবার বিগ বাজেটের দলই হচ্ছে এতদিনের অখ্যাত শতদল ক্লাব রামু দলটির ম্যানেজম্যান্টে পরিবর্তন আসায় এবার শিরোপায় চোখ শতদলের। দলটি দলে ভেড়াচ্ছে বি’লীগের অভিজ্ঞপুষ্ঠ কক্সবাজারের সেরা তারকা আবছার, জাহাঙ্গীর, দিদার, মনসুর, জাতীয় তারকা ইব্রাহীম, জিকু, ছোট দিদারের মতো পরীক্ষিত তারকাদের।
গেল আসরের সাড়া জাগানো দল মালুমঘাট ক্রীড়া সংস্থা ও অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে শক্তিশালী দলই গঠন করতে যাচ্ছে। সৈকতের বালিয়াড়িতে এবার দলটির হয়ে মাঠে নামবে অভিজ্ঞ ইউনুস, বিকাশ, সুশান্ত, মিঠুন, ভুট্টো, হামিদ, আমিন ও ইউনুসের মতো পরীক্ষিতদের। এছাড়া গেলবারের রানার্স আপ আবাহনী লিঃ রামু-রামুর সেরা তারকাদের নিয়ে দল গঠন করতে যাচ্ছে।
এছাড়া কক্সবাজার ফুটবললীগের গেল আসরের রানার্স আপ ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ অভিজ্ঞ খালেদ, জুসেল, রুবেল দের দলে ভিড়িয়ে সব দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে বাঁশকাটা খেলোয়াড় সমিতি কোটবাজার খেলোয়াড় সমিতি ও ফুটবল ক্লাব মহেশখালী স্থানীয় সেরাদের নিয়ে শক্তিশালী দলই মাঠে নামাচ্ছে। সব মিলিয়ে আসন্ন ওয়ালটন বীচ ফুটবল টুর্ণামেন্ট তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও জমজমাট আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছে।
You must be logged in to post a comment.