জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় আসামি বহন করা মাইক্রোবাসে আগুন ধরে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন পুলিশের চার সদস্য ও পাঁচজন আসামি। দগ্ধ নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সা দেওয়া হচ্ছে।
উপজেলার আমজাদের বাজার এলাকায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আসামি বহন করা মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিল।
নিহত ব্যক্তির নাম আবদুল আজিজ (৩২)। তিনি পুলিশের কনস্টেবল ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দগ্ধ হওয়া পুলিশের চার সদস্য হলেন-উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক (৩৫), কনস্টেবল আনোয়ার (৩৮), নুরুল হাসান (৩৮) ও শরিফুল (৩২)। তাদের মধ্যে প্রথমজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ হওয়া পাঁচ আসামি হলেন-আবদুস শুকুর (৫০), নাজিম উদ্দিন (৪০), মো. বশির (৩৪), শওকত (৩০) ও সাদ্দাম হোসেন (২৫)। তাদের মধ্যে প্রথম চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল জানিয়েছেন, পুলিশ সদস্য মালেকের শরীরের ৩৮ শতাংশ, নুরুলের ৮ শতাংশ, আনোয়ারের ৫ শতাংশ ও শরিফুলের ৪ শতাংশ পুড়ে গেছে। বাকি পাঁচ ব্যক্তির (আসামি) মধ্যে শওকতের ৮৭ শতাংশ, শুকুরের ২৮ শতাংশ, নাজিমের ৩৩ শতাংশ, বশিরের ২৭ শতাংশ ও সাদ্দামের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে।
– নতুন বার্তা ডটকম,ডেস্ক।
You must log in to post a comment.