বাংলাদেশে ৬৩ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার হয়। ইউনিসেফের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সেমিনারে নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারে জানানো হয় বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ধর্ষণ, খুন, মানব পাচার দিন দিন বাড়ছে বলে উল্লেখ করা হয়। চলতি বছরের জানুয়ারী থেকে জুন পর্যন্ত সারাদেশে শারীরিক নির্যাতনে ৯১ জনের মৃত্যু হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ২৪৮ জন, ধর্ষণের ফলে মৃত্যু হয়েছে ৩৩ জনের।
ইউনিসেফের তথ্য মতে সারাদেশে বাল্য বিবাহের প্রবণতা ৬৪ শতাংশ, ৬০ শতাংশ নারী নির্মম নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া শহরে ৮৯ শতাংশ নারী একাধিকবার নির্যাতনের শিকার গ্রামাঞ্চলের এ হার ৮৬ শতাংশ।
অপরদিকে মানব পাচার নারী নির্যাতন, নারীর দৈনন্দিন জীবনে সৃজনশীলতা ও নিরাপত্তা বিধানে বেশ কিছু সুপারিশ করেছে মহিলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
সমিতির মতে মানব পাচার প্রতিরোধে দমন আইন ২০১২ কার্যকর ও বাস্তবায়নের মাধ্যমে এবং নারী নির্যাতন আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নারীর সুরক্ষা প্রদান সম্ভব।
You must be logged in to post a comment.