সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইতালিতে ভূমিকম্পের পর তুষার ধস : নিহত ৩০

ইতালিতে ভূমিকম্পের পর তুষার ধস : নিহত ৩০

তুষার ধসের কবলে পড়া হোটেলটির ওপর থেকে তোলা ছবি। ছবি: ইপিএ

ইতালির মধ্যাঞ্চলে তুষার ধসের আঘাতে রিগোপিয়ানো নামের একটি হোটেলে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন উদ্ধারকারী কর্মকর্তা।

বুধবার ইতালিতে পরপর কয়েকটি ভূমিকম্পের প্রভাবে বৃহস্পতিবার এ তুষার ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ইতালির আবরুজ্জো অঞ্চলের গ্রান সাসো পবর্তমালার নিকটের ওই হোটেলটিতে পৌঁছানোর জন্য রাতভর উদ্ধারকারীরা চেষ্টা করেছেন। ইতালির মাউন্টেন রেসক্যু টিমের প্রধান অন্তোনিও ক্রোসেত্তা জানিয়েছেন, তুষার ধসের সময় হোটেলটিতে ৩০ জনের মতো মানুষ ছিলেন।

হোটেলটির ছাদ আংশিক ধসে পড়েছে। নিকটবর্তী ফারিনদোলা এলাকার লোকজন জরুরি বিভাগকে খবর দেয়। কিন্তু তুষার ঝড় ও তুষার ধসে হোটেলটিতে যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি কঠিন হয়ে পড়ে।

বুধবার ইতালির মধ্যাঞ্চলের এই এলাকাটিতে প্রায় এক ঘণ্টার মধ্যে ৫ দশমিক ৩, ৫ দশমিক ৭ এবং ৫ দশমিক ৩ মাত্রার তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। এসব ভূমিকম্পের প্রভাবে রোম পর্যন্ত কেঁপে ‍উঠেছিল।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস,এমআর/টিআর,priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/workshop-Kamal-15-5-2024.jpeg

রামুতে সিডিডি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু : ১৪ মে, বুধবার সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ হিমছড়ি হল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/