
কামাল শিশির; রামু :
কক্সবাজার রামুর ঈদগড়ে গতকাল ৫ নভেম্বর সিএনজি সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সমিতির অফিসে সকল সদস্য ও উপদেষ্টাগণের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি আব্দুস সালাম মাঝি, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির সুলতান বাহাদুর ও অর্থ সম্পাদক আবু সৈয়দসহ মোট ১৫ সদস্যদের একটি কমিটি গঠন করা হয়।
অপরদিকে উপদেষ্টার মধ্যে রয়েছেন- ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হুদা, ঈদগড় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাংবাদিক কামাল শিশির, সমাজসেবক ফয়েজ আহমদ ও ঈদগড় স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ব্যবসায়ী নুরুল আমিন।
উল্লেখ্য, উপস্থিত ১০৮ জন সদস্যদের সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর কমিটি দায়িত্ব পালন করবে।
পাশাপাশি আগামী দুই বছর ১৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটির পরিচালনায় এই সংগঠন পরিচালিত হবে।
You must be logged in to post a comment.