
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট সকালে শুরুতে উপজেলা প্রশাসনে পক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

উপস্থিত ছিলেন, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির, ডা: তৃনা সাহা, চেয়ারম্যান নুর ছিদ্দিকসহ আরো অনেকে।
এছাড়া আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষকমণ্ডলী, ইউপি সদস্যবৃন্দ, ইমাম সমিতি, পূজা উদযাপন পরিষদ, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভা শেষে ১৫ই আগস্টের শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়াও শোকদিবস উপলক্ষে স্বাস্থ্য বিভাগ ও রেড ক্রিসেন্টের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আওতায় ১৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয় এবং ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার, ব্লাড সুগার চেকের ব্যবস্থা রাখা হয়েছে। শেষে আগত সকলের মাঝে বন বিভাগের সহায়তায় একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.