কক্সবাজার সদর উপজেলার স্বাস্থ্যসেবায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত কমিউনিটি ক্লিনিকগুলোতে স্থানীয় রোগীদের ভিড় বাড়ছে। ঈদগাঁও’র ছয় ইউনিয়নে একাধিকটি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে অজপাড়া গায়ের অসহায় মানুষের দোরগোড়াই স্বাস্থ্যসেবা পৌছে দেওয়া হচ্ছে। হাতের কাছে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে লোকজন মহাখুশিতে উৎফুল্ল।
স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের তদারকির কারনে কমিউনিটি ক্লিনিকগুলোর মনিটরিং ব্যবস্থা জোরদার হওয়ায় আস্থা দ্বিগুণ আকারে বেড়েছে সাধারণ মানুষের। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি এসব ক্লিনিকে বিনামূল্যে ঔষুধ বিতরণ, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও পুষ্টিবিষয়ক পরামর্শ দেয়া হয়। ফলে বড় ধরণের অসুখ ছাড়া হাসপাতালগুলোতে যাওয়া কমিয়ে নিয়েছে গ্রামের এসব হতদরিদ্র লোকজন। এতে জনপদে এসব ক্লিনিকের সেবা নিচ্ছে ধনী-দরিদ্র সবাই।
দেখা যায়, বৃহত্তর ঈদগাঁও’য়ের প্রত্যেকটি কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে দু’দিন উচ্চতর চিকিৎসকের পাশাপাশি প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এসব কমিউনিটি ক্লিনিকে দেখা যায়, রোগীদের ভীড়। পুরুষ ও মহিলারা পৃথকভাবে চিকিৎসা সেবার সুযোগ নিচ্ছেন। এতে কখনও লাইনে দাঁড়িয়ে, কখনও সরাসরিভাবে। আবার অনেক কমিউনিটি ক্লিনিকে সরকারী চিকিৎসাসেবার পাশাপাশি কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ক্লিনিকের চিকিৎসাসেবার বাইরেও চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। এতে রোগীরা বাড়তি সুবিধা পাওয়ায় দূরবর্তী শহর বা অন্য জায়গায় যেতে হচ্ছে না। যার কারনে ক্লিনিকের সেবার পরিধি ধীরে ধীরে জনপ্রিয় ও প্রশংসিত হচ্ছে। যেখানে সরকারীভাবে ঔষুধ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সুবিধা পাচ্ছে রোগীরা। যার কারনে সরকারীভাবে প্রাপ্ত ঔষুধ ও অপ্রতুল হওয়ায় অনেক সময় হিমশিম খেতে হয়। এখানে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা।
এক ক্লিনিকের সেবাপ্রার্থী কয়েকজনের সাথে কথা হলে তাদের মতে, সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছে কমিউনিটি ক্লিনিক। ঈদগাঁওতে এসব ক্লিনিকে গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা, নিরাপদ মাতৃত্ব, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, দৃষ্টি প্রতিবন্ধীদের চিকিৎসা শিক্ষা, স্যানিটেশন, এইচআইভি, এইডসসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ নিচ্ছে এসব ক্লিনিকে। ফলে গ্রামের মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে পড়েছেন। ছোট খাটো যে কোনো বিষয় হলেই তারা গ্রামাঞ্চলে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে গিয়ে সেবা নিচ্ছেন।
ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের ভিজিটর জাহেদা আক্তারের সাথে আজকের কক্সবাজারের এ প্রতিনিধির কথা হলে তিনি প্রতিনিয়ত কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে বলে জানান।
You must be logged in to post a comment.