এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১১ই নভেম্বর বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাসস্টেশনে ঈদগাহ মেডিকেল সেন্টার আবাসিক মেডিকেল অফিসার ডা: নজরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানিয়ে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন,
ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী, ডা: মোস্তফা সরওয়ার সাদেক, ঈদগাঁও উপজেলা আ,লীগের আহবায়ক আবু তালেব, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর যুবলীগের নেতা রাশেদ উদ্দিন মুকুল ও যুবনেতা আজমগীর।
এ মানববন্ধনে মেডিকেল সেন্টারের পরিচালক মোহাম্মদ এহেচান, ঔষুধ কোম্পানীর প্রতিনিধি সহ বৃহত্তর এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন।
বক্তারা- ডা: নজরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
You must be logged in to post a comment.