সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে চোরাই গরুসহ ৫ পাচারকারী আটক

ঈদগাঁওতে চোরাই গরুসহ ৫ পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে চোরাই ২২টি গরুসহ ৫ পাচারকারীকে আটক করলো পুলিশ। মায়নমার থেকে চোরাই পথে এসব গরু এনে দেশের বিভিন্ন জেলায় পাচার করে আসছিল সংঘবদ্ধ চক্র। এসময় ৫ পাচারকারীকেও আটক করা হয়।

২৭শে সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে ঈদগাঁও থানার সম্মুখস্হ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে এসব গরু জব্দ করা হয়৷

আটকৃতদের মধ্য রয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ, রাউজান ও রামু উপজেলার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শাহ ফকির বাজার এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে এসব গরু গুলো উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই ও এএসআইসহ সঙ্গীয় ফোর্স।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের সাথে কথা হলে তিনি উপরোক্ত বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/