এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির পিতা টমটম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এদিকে তার নামাজে জানাযা পরবর্তী দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জানা যায়, ২৮ সেপ্টেম্বর কক্সবাজারে টমটম দুর্ঘটনায় গুরুতর আহত হন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর পিতা জালালাবাদ খোনকারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোক্তার আহমদ। তাকে আহতাবস্থায় প্রথমে কক্সবাজারের এক হাসপাতালে চিকিত্সা সেবা প্রদান করা হয়। পরবর্তী তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু ঘটে বলে মরহুমের পুত্র জানায়।
এদিকে ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় জালালাবাদ ইউনিয়নের পালাকাটা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা সম্পন্ন হয়। তার নামাজে জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে ছাত্রলীগ নেতার পিতার মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা তার পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
You must log in to post a comment.