এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ছড়ায় পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়, ২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার পূর্ব পাড়া নামক এলাকার ছৈয়দ আলমের পুত্র ও কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র সামিন (৬) বাড়ীর লোকজনের অগোচরে পার্শ্ববর্তী ছড়ায় পড়ে গেলে সেখান থেকে উঠতে না পেরে তার মৃত্যু হয়।
এদিকে ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন হয়। তার এ মৃত্যুতে পরিবার-পরিজন, এলাকাবাসী ও শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে এক মানবাধিকার কর্মী নুরুল আমিন (সোনা মিয়া) এ প্রতিনিধিকে ছড়ায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে স্থানীয় মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
You must be logged in to post a comment.