এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ছড়ায় পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়, ২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার পূর্ব পাড়া নামক এলাকার ছৈয়দ আলমের পুত্র ও কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র সামিন (৬) বাড়ীর লোকজনের অগোচরে পার্শ্ববর্তী ছড়ায় পড়ে গেলে সেখান থেকে উঠতে না পেরে তার মৃত্যু হয়।
এদিকে ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন হয়। তার এ মৃত্যুতে পরিবার-পরিজন, এলাকাবাসী ও শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে এক মানবাধিকার কর্মী নুরুল আমিন (সোনা মিয়া) এ প্রতিনিধিকে ছড়ায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে স্থানীয় মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
You must log in to post a comment.