কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে বিভিন্ন মামলার ছয় পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ আগষ্ট গভীর রাতে বৃহত্তর ঈদগাঁওয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভুঁইয়া ও এএসআই আমিরুলের নেতৃত্বে পুলিশদল বৃহত্তর ঈদগাঁওয়ের জালালাবাদ, ইসলামাবাদ, ইসলামপুর, চৌফলদন্ডী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকার নুরুজ্জামানের পুত্র রাসেল, একই এলাকার ছৈয়দের পুত্র মিজানুর রহমান, জালালাবাদ তেলিপাড়া এলাকার কসাই শফির পুত্র জাহাঙ্গীর, একই ইউনিয়নের পালাকাটার আবদুর রহমানের পুত্র আবদু ছালাম, ইসলামপুরের নাপিতখালী এলাকার আবুল হোসেন, চৌফলদন্ডীর নতুন মহাল এলাকার গুরা মিয়া। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভুঁইয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, এরা জিআর মামলা, বন মামলা, নারী নির্যাতন মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামী।
You must be logged in to post a comment.