সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে থ্যালাসেমিয়া পরীক্ষায় নূন্যতম ফি: নির্ধারনের দাবী ঐক্য পরিবারের  

ঈদগাঁওতে থ্যালাসেমিয়া পরীক্ষায় নূন্যতম ফি: নির্ধারনের দাবী ঐক্য পরিবারের  

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে থ্যালাসেমিয়া রোগের পরীক্ষা-নিরিক্ষায় নূন্যতম ফি: নির্ধারণের লিখিত দাবী জানাল ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।

জানা যায়, ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসংখ্য থ্যালাসেমিয়া (রক্তশূন্যতা) রোগী আছে। এসব রোগীকে প্রতিমাস অন্তর অন্তর রক্ত দিতে হয়। এটি একটি জটিল প্রক্রিয়া। রক্তের ক্ষেত্রেই বিভিন্ন পরীক্ষা নিরিক্ষায় বেশিই অর্থের দরকার হয়। যা অনেক অসহায় ও অসচ্ছল পরিবারেরকর্তারা জোগাড় করতে হিমশিম হচ্ছে।

তাই এলাকার অসহায় রোগীদের সহায়তার হাত বাড়াতে ঈদগাঁও ঐক্য পরিবারের উদ্যোগে ৩টি হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীর পরীক্ষা-নিরিক্ষার ক্ষেত্রে নূন্যতম ফি: নিধার‍ণ দাবী জানিয়ে একটি আবেদন প্রদান করা হয়। এতে অন্যদের মাঝে অংশ নেন- এডমিন ও সংবাকর্মী এম আবু হেনা সাগর, পল্লী চিকিৎসক রেহেনা নোমান কাজল এডমিন ছৈয়দ ইসলাম সাকিব, জামিলা আক্তার, মোর্শেদ মাহবুব, ফাহিম, ইকবাল শরীফসহ আরো অনেকে।

আবেদনের প্রেক্ষিতে ১৬ নভেম্বর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকরা এই মহৎ কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে বিশেষ ছাড় দেওয়ার আশ্বাস ও প্রদান করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/