কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী ঈদগাঁওতে প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে নেই ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় কার্যালয়। যার কারণে দলের নানা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে দিন দিন বেকায়দায় রয়েছে নেতাকর্মীরা। বিশেষ করে, আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ অপরাপর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচী পালন করতে উপজেলা সদরের বৃহত্তর ঈদগাঁও’র বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ঈদগাঁও বাসষ্টেশনস্থ কোন ক্লাব কিংবা উম্মুক্ত মাঠ ছাড়া আর নিরাপদে আশ্রয় নেওয়া তো দূরের কথা কোন রকম বসারও স্থান পায়না কর্মীরা।
জানা যায়, দু’যুগ সময় ধরেও ঈদগাঁও’র মাটিতে মূলদল আওয়ামীলীগ এবং তাদেরই সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেই কোন দলীয় কার্যালয়। কেন্দ্রীয়-জেলা ও উপজেলা ভিত্তিক নানা দলীয় কর্মসূচী পালন করতে গিয়ে হরেক রকমের সমস্যার সম্মূখীন হচ্ছে কর্মীরা। একাধিক কর্মীদের মতে, দক্ষিণ এশিয়ার বৃহত্তম দলের স্বার্থে ঈদগাঁও’র কৃতি সন্তান জেলা পরিষদ প্রসাশক ও সদর রামু আসনের সাংসদ যদি তৃণমূল নেতাকর্মীদের প্রয়োজনে একটি অফিস কক্ষের ব্যবস্থা করে, তাহলে আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কর্মসূচী পালন করতে পারত অনায়াসে। তাহলেই রাজনৈতিক মাঠ চাঙ্গা হয়ে উঠবে। এ ব্যাপারে কক্সবাজার সদর যুবলীগ সাধারণ সম্পাদকের সাথে কথা হলে তিনি-আজকের কক্সবাজারকে সদর যুবলীগের বর্তমানে কোন কার্যালয় নেই বলে স্বীকার করেন।
অপরদিকে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা তাদের কার্যালয় আছে বলে জানান। অন্যদিকে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদের সাথে কথা হলে তিনি ছাত্র সংগঠন ছাত্রলীগের কোন অফিস নেই, তবে সাংগঠনিক প্রোগ্রাম ক্লাবে করে বলেও জানান। আবার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতির সাথে যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
You must be logged in to post a comment.