নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে দুই দিনব্যাপী ঐতিহাসিক ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় আয়োজিত এবারের আয়োজন হবে ৩৮ তম। ঈদগাঁও উপজেলা ইসলামিক সম্মেলন সংস্থা আয়োজনে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ২/৩ ডিসেম্বর শনি ও রবিবার এ সম্মেলন হবে।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছদরে মুহতামিম আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত থাকবেন- আল্লামা মুজিবুর রহমান যুক্তিবাদী (ঢাকা), আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক (ঢাকা), আল্লামা ওবাইদুল্লাহ হামজা (চট্টগ্রাম), আল্লামা সাখাওয়াত হুসাইন রাজী (ঢাকা), আল্লামা মুফতি ছিবগতুল্লাহ নূরী (ঢাকা),
আল্লামা ইসমাইল খান সিরাজী (ঢাকা),
আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী (চট্টগ্রাম)।
সম্মেলন ব্যবস্থাপনা কমিটির পক্ষে হাফেজ কামাল আহমদ জানান, ইসলামী সম্মেলন সংস্থার এ সম্মেলনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি এগিয়ে চলছে। হাই স্কুল মাঠে প্যান্ডেল তৈরির কাজ চলমান রয়েছে। অতীতের ন্যায় এ বছরও বিপুল ধর্মপ্রাণ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
You must be logged in to post a comment.