নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে বেসরকারী দুটি হাসপাতালকে ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
৫ জুন বিকেল তিনটার দিকে ঈদগাঁও বাজার এলাকায় দুটি বেসরকারি হাসপাতাল মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এতে অংশ নেন- ঈদগাঁও উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ জাকারিয়া। এই
সময় ভ্রাম্যমাণ আদালতকে প্রসিকিউসন দিয়ে সহযোগিতা করেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাদিয়া আফ রোজা।
লাইসেন্স ব্যতিরেকে হাসপাতাল কার্যক্রম পরি চালনা,মেডিকেল টেকনোলজিষ্ট বিহীন পরীক্ষা, ল্যাবে রিএজেন্ট সঠিক তাপমাত্রায় না রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে বাজারস্থ ঈদগাঁও আধুনিক হাসপাতালকে ৩০ হাজার ও ঈদগাঁও মেডিকেল সেন্টারকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানের খবরে ফার্মেসী, প্যাথলজি, ক্লিনিকে চরম আতংক সৃষ্টি হয়। নব ঈদগাঁও উপজেলায় বিভিন্ন স্পর্টে অভিযান অব্যাহত রাখার আহবান জানান অনেকে।
You must be logged in to post a comment.