কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দ্বিতলা থেকে কাজ করা অবস্থায় পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ১৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব পার্শ্বে নির্মাণাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে পড়ে ইসলামাবাদ ইউনিয়নের কাঞ্চনমালা এলাকার জাকের নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়। এতে তার মাথা ও পায়ে আঘাত লাগে। আহত হওয়ার পরপরই তাকে প্রথমে ঈদগাঁওর একটি হাসপাতালে চিকিত্সা সেবা প্রদান করা হয় বলে অপর আরেক নির্মাণ শ্রমিক জানান।
You must log in to post a comment.