সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে মাদকের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিলেন কমিউনিটি পুলিশ

ঈদগাঁওতে মাদকের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিলেন কমিউনিটি পুলিশ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

চল যাই যুদ্ধে, সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে এ শ্লোগানকে সামনে রেখে জেলা সদরের জনবহুল ঈদগাঁও ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে এবার মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমধমী আন্দোলনের ঘোষণা দিলেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি। মাদক সেবন ও বিক্রয় কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বৃহত্তর এলাকার পাড়া মহল্লার তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা তথা ধ্বংসের হাত থেকে রক্ষাকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ছাত্রীদেরকে ইভটিজিংয়ের হাত থেকে রক্ষাসহ গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিড়িয়ে থাকা মাদকের বিরুদ্ধে না সুচক জনসচেতনতা তৈরীর লক্ষে ঈদগাঁওর বিভিন্ন শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিয়ে লাল কার্ড প্রদর্শন করা হবে বলে জানান – ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মিজানুল হক, সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট।

এ ব্যাপারে কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক এ প্রতিবেদককে জানান, যুব -তরুণ সমাজ বা ঈদগাঁও ইউনিয়ন কে মাদকমুক্ত করার লক্ষে এ আন্দোলন অত্যান্ত গুরুত্ববহন করে। মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে এলাকাতে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় চার আসামী গ্রেফতার

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওতে থানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় ৪ আসামীকে গ্রেফতার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/