চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও চান্দেরঘোনা সাতঘরিয়া পাড়া নামক এলাকায় যাত্রীবাহী মিনিবাস কক্সলাইন ও মালবাহী চান্দেরগাড়ীর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে এক সূত্রে প্রকাশ। ডুলাহাজারা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তি চান্দের গাড়ী চালক রাশেদুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়ার খুরশেদ আলমের পুত্র বলে জানা গেলেও অপরাপর আহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে ২৮ আগষ্ট দুপুর দেড়টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র মতে, যাত্রীবাহী কক্সলাইন ঝ ১১-০১৬১ চকরিয়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কলাভর্তি চান্দেরগাড়ী ১১-০৫০৯ উক্ত স্থানে পৌছলে উভয়গাড়ীর চালক নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় চান্দের গাড়ীর চালক রাশেদ ঘটনাস্থলে নিহত হয়। অন্যান্যদেরকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। তবে হাইওয়ে পুলিশের সার্জেন্টের মতে, দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি তাদের হেফাজতে নিয়ে যাওয়া হবে এবং লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
You must log in to post a comment.