এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্য গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে তাঁর অবনতি দেখা দেওয়ায় তাঁকে দ্রুত চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ২৮ সেপ্টেম্বর রাত দশটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও গরু বাজার সংলগ্ন আলমাছিয়া মাদ্রাসা গেইট পয়েন্টে মোটর সাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এমইউপি নুরুল হক গুরুতর আহত হন। আহতাবস্থায় প্রথমে তাঁকে ঈদগাঁও মেডিকেল সেন্টারে চিকিত্সা সেবা প্রদান হলেও পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি দেখা দেওয়ায় তাঁকে দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে বর্তমানে একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় রয়েছেন বলে আহত নুরুল হকের ব্যবসা প্রতিষ্ঠান রাইচ মিলের ম্যানেজার মোজাম্মেল বিষয়টি নিশ্চিত করেন।
You must log in to post a comment.