এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি ও প্রতিষ্ঠাতার উপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ তদন্ত কেন্দ্র।
জানা যায়, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় ঈদগাও বাসস্টেশনস্থ কেজি স্কুল গেইট সংলগ্ন স্থানে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কামরুল হক চৌধুরীর উপর অতর্কিত হামলার ঘটনায় ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারটার দিকে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে ঈদগাঁও বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাষ্টার মোহাম্মদ আলমের পুত্র জানে আলম (জুম্মান)কে আটক করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত জুম্মান তদন্ত কেন্দ্রের হাজতে রয়েছে। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার সাথে কথা হলে তিনি হামলার ঘটনায় তাকে আটকের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি মামলা প্রক্রিয়াধীন বলে জানান।
অপরদিকে আটককৃত যুবকের দাবী, তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।
You must log in to post a comment.