সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর ঈদ বাজারে তরুণ প্রজন্মরা ফ্যাশনের দিকে ঝুঁকছে

ঈদগাঁওর ঈদ বাজারে তরুণ প্রজন্মরা ফ্যাশনের দিকে ঝুঁকছে

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

পবিত্র ঈদ-উল-ফিতর দুয়ারে কড়া নাড়ছে। এরই মধ্যে জমে উঠেছে ঈদগাঁও বাজারে পুরোদমে ঈদের কেনাকাটা। উঠতি প্রজন্মের তরুণরা নিত্য নতুন জেন্স ফ্যাশনের দিকে ঝুঁকে পড়ছে। ভোর সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঈদগাঁওর বেশ কয়েকটি জেন্স ফ্যাশনের শো রুমে ক্রেতায় পরিপূর্ণ। বিক্রেতাদের যেন দম ফেলানোর ফুসরত নেই। বিগত বছরের ন্যায় এবারে ব্যবসা ভালো হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

জানা যায়, ককসবাজার সদর উপজেলার ঈদগাঁওর মার্কেটগুলোতে আসা ক্রেতাদের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক পুলিশ টিম টহল দিয়ে যাচ্ছে। বাজারের বিভিন পয়েন্ট ঘুরে দেখা গেছে, মধ্য রমজান থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। মাঝে মাঝে হালকা বৃষ্টির কারণে বিক্রি কিছুটা ভাটা পড়লেও পরর্বতীতে বেচাবিক্রির ধুম লেগে যায় ছোটবড় দোকানে। ঈদগাঁওর ঈদ বাজারে মার্কেটগুলোতে বেচা-বিক্রি দিনের পুরো সময়টা দূরের ক্রেতারা বাজার দখল করে রাখে। তবে উচ্চ ও মধ্যবিত্ত ক্রেতারা মার্কেটে আসেন সন্ধ্যার পরে পরিবার পরিজন নিয়ে। গভীর রাত অবধি চলছে কেনাকাটা। পুরো বাজারে ক্রেতা সমাগম রয়েছে এদিকে ক্রেতাদের কাছে টানার প্রতিযোগিতায় নেমেছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখে দেশি ও বিদেশী বিভিন্ন পোশাক সাজানো হয়েছে জেন্স ফ্যাশনগুলো। বর্ণিল আলোক সজ্জায় বিপণি বিতানগুলোকে সাজানো হয়েছে নব আঙ্গিকে। এবার গরমের মাত্রা বেশি থাকায় শীতাতপ নিয়ন্ত্রিত শো রুমে ভিড় একটু বেশি ক্রেতাদের। তবে সাধারণ মানের মার্কেট গুলোতে মানুষের কমতি কম নেই। ফ্যাশনের পাশাপাশি ঐতিহ্যকে গুরুত্ব দিচ্ছে ফ্যাশন সচেতন যুবরা।

তৎমধ্য বাজারের কবিরাজ সিটি সেন্টারে বর্ণমালা ফ্যাশন হাউজ, আদি বাংলা ফ্যাশন শো রুমসহ জেন্স কালেকশনে তরুণ প্রজন্মের ক্রেতাদের উপস্থিতি যেন লক্ষনীয়। তারা ঘুরে ঘুরে পছন্দের প্যান্ট, টি শার্ট, পান্জাবী, শার্ট সংগ্রহ করছেন। দাম যাই হোক না কেন। রুচিসম্মত বর্ণমালা ফ্যাশনের সত্তাধিকারী দেবাশীষ ভট্রাচায্য অনিক জানান, আমাদের শো রুমে দেশী-বিদেশি নিত্যনতুন ডিজাইনের পোশাকের সমারোহ রয়েছে। সপ্তাহ ধরে বিক্রি বেড়েই চলছে। অন্যদিকে কলেজ পড়ুয়া শিক্ষার্থী আদেল ও আশিকরা জানান, এবারের ঈদে নতুন ফ্যাশনের অপেক্ষায় আছি। এদিকে বৃহত্তর এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চলের তরুন ও যুবকরা ঈদের কেনাকাটায় ডিজাইনেবল এবং নতুনত্বের ছোঁয়ায় মেতে উঠতে চোখে পড়ে। তারা কয়েক বন্ধু মিলে ঈদ বাজার করছে ঘুরে ঘুরে।

ঔষুধ কোম্পানীর প্রতিনিধি সাইফুল ইসলাম জানিয়েছেন- এবারে ঈদগাঁওর ঈদ বাজারে নতুন ডিজাইনের কাপড় এসেছে। তবে দাম চড়া।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/