এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে বিএসটিআই‘র অনুমোদনহীন হরেক রকেমের যৌন উত্তেজক কোমল পানীয়ের আধিক্য যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছেছে। জানা যায়, সদরের ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজার ও বাসষ্টেশনের শতাধিক ফাষ্টফুডের দোকান, মুদি দোকান ও পানের দোকান গুলোতে দেদারছে বিক্রি হচ্ছে বিএসটিআই‘র অনুমোদনবিহীন হরেক রকমের যৌন উত্তেজক কোমল পানীয়। এসব বিষয় দেখার কেউ না থাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই কোমল পানীয়ের প্রভাব। এক শ্রেণীর উঠতি যুবক ও কিশোর এসব কোমল পানীয় নামের পানি গুলো যেন দেদারছে পান করছে। আর এসব অখাদ্য-কুখাদ্য পান করে অনেকে বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। আবার কিছু কিছু পণ্যের গায়ে বিএসটিআই অনমোদিত লেখা থাকলেও তা নিয়েও সন্দেহ পোষণ করছেন সচেতন মহল। এসব পানীয় ক্রেতার সংখ্যা বেশী বিধায় ঈদগাঁও বাজারের আশেপাশ এলাকায় বিভিন্ন কোম্পানীর এজেন্ট রয়েছে। অভিযোগ রয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রস্তুতকৃত এসব পানীয় কোম্পানীর স্থানীয় ডিলার বা এজেন্টরা আরো অধিক মুনাফা লাভের কুমানসে ঈদগাঁও বাজার ও পার্শ্ববর্তী এলাকার নকল কারখানা স্থাপন করে পরিচিতি কোম্পানীগুলোর পণ্যের লেভেল লাগিয়ে বাজারজাত করেছে। সচেতন এলাকাবাসীর মতে, প্রাণ বিধ্বংসী এসব পণ্যের মজুদকারী ও নকলবাজদের বিরুদ্ধে অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেয়া হউক।
You must log in to post a comment.