
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
বাংলাদেশ আওয়ামীলীগ, ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ গঠিত হয়েছে।
১১ই আগস্ট উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ স্বাক্ষরিত এ কমিটি অনুমোদিত হয়েছে।
জাতীয় শোক দিবস উদযাপন কমিটিতে রয়েছে মূল দল আ,লীগ ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। কমিটিতে মাষ্টার নুরুল আজিমকে আহবায়ক, লুৎফুর রহমান আজাদ, হুমায়ুন তাহের চৌধুরী হিমু, মোজাহের আহমদ, ছৈয়দ আলম চেয়ারম্যান, রফিক আহমদ চেয়ারম্যান, নুর ছিদ্দিক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান নুরুল হক, আবদুল কুদ্দুস মাখন, ছৈয়দ আলম মেম্বার ও যুবনেতা রাজিবুল হক চৌধুরী রিকোকে যুগ্ম আহবায়ক করা হয়। মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ুন কবির চৌধুরী হুমুকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি শোক দিবস উদযাপন কমিটি গঠন করা হয়।
এই বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের সাথে কথা হলে তিনি কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা আ,লীগের নির্দেশে আহবায়ক কমিটি বাস্তবায়ন করবে।
You must be logged in to post a comment.