এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার ডিসি গোল্ডকাপ ফুটবল ট্যুর্ণামেন্ট ২০২৩ এ অংশ গ্রহন করতে ঈদগাঁও উপজেলা
ক্রীড়া সংস্থার পক্ষে ফুটবল দল গঠনে ও ২৮শে আগস্ট খেলোয়াড় বাছায় পূর্ববর্তী উপজেলার আওতাধীন খেলোয়াড়দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া পরামর্শক্রমে উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি টিমের মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২৪শে আগস্ট সন্ধ্যায় ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ অফিসে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার সমন্বয়কারী রাজিবুল হক চৌধুরী রিকো, বাছাই প্রক্রিয়া দায়িত্বপ্রাপ্ত তিনজন নির্বাচক একসময়কার স্বনামধন্য ফুটবলার আবদুল মজিদ খান, মোফাচ্ছেল ফরাজী, রেফারি মিজানুর রহমান, বিসিবি আম্পায়ার হারুনর রশিদ, ক্রীড়া সংগঠক হাসান তারেক।
সভায় আগামী ২৮ আগস্ট উপজেলার আওতাধীন ইউনিয়নের সকল ফুটবল খেলোয়াড়দের উপস্থিতিতে একটি উৎসবমুখর বাছাই প্রক্রিয়া সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ সকল খেলোয়াড়দের সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়।
You must be logged in to post a comment.