লাল সবুজের বাংলাদেশকে সবুজে সবুজে বাঁচিয়ে রাখা, সত্য ও সুন্দর ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থেকে “আমরা ২০ বন্ধু” উদ্যোগে ব্যাপক উত্সাহ ও উদ্দীপনামুখর পরিবেশে বাই সাইকেল র্যালী যোগে সাফারী পার্ক অভিমুখে যাত্রা শুরু করেছে। জানা যায়, ২০ আগষ্ট সকাল সাড়ে নয়টার দিকে ঈদগাঁও বাসস্টেশন থেকে যাত্রাকালে উপস্থিত ছিলেন – মনির আহমদ, মোহাম্মদ আবদুল আজিজ, সাইমুম ফরহাদ, দিদারুল ইসলাম, সাজেদুল ইসলাম, মোহাম্মদ কাউছার, মাহমুদুল হাসান, ছৈয়দুল হক, আমিনুল ইসলাম, ফয়েজ, জুনাইদ রাগিব, সাজেদুল ইসলাম, মনছুর ইসলামসহ আরো অনেকে। যাত্রাকালে ওরা ২০ বন্ধু বুকে হাত দিয়ে সমবেত কন্ঠে জাতীয় পাঠ করার পর ইসলামী সংগীত পাঠের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্ভোধন করেন। অপরদিকে ওরা ২০ বন্ধুর কয়েকজনের সাথে আজকের কক্সবাজারের এ প্রতিনিধি আলাপ করলে তারা নিজেদের মেধাকে বিকশিত করার লক্ষ্যে, শরীর চর্চা ও সবুজে দেশকে বাঁচিয়ে রাখার দীপ্ত শপথ নিয়ে ঈদগাঁও থেকে বাই সাইকেল যোগে সাফারী পার্ক অভিমুখে তাদের এ যাত্রা বলে জানান।
উল্লেখ্য যে, আমরা ২০ বন্ধু সংগঠনের এরা সকলে জেলা সদরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যয়নরত শিক্ষার্থী বলে জানা যায়। তাদের এ মহতী যাত্রাকে অভিবাদন জানান এম. আবুহেনা সাগরসহ লেখক সোসাইটির নেতৃবৃন্দরা।
You must log in to post a comment.