নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, ঈদগাঁও ইউনিয়ন শাখার সদস্য সচিব মাহবুবুল আলমের পিতা কালু মিয়া (৮০) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মেহেরঘোনা এলাকায় নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…….. রাজেউন)।
এদিকে ২৭ সেপ্টেম্বর সকাল দশটার দিকে শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাযা সম্পন্ন হয়। তার এ নামাজে জানাযায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সর্বপেশার বিপুল সংখ্যক লোকজন অংশ নেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন হয় বলে পরিবার সূত্রে জানা যায়।
এদিকে তার এ মৃত্যুতে পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন- দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগরসহ অসংখ্য পাঠক সমাজ।
You must log in to post a comment.