মা ও শিশু স্বাস্থ্যের ঝুঁকি প্রতিরোধে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর সেবামূলক প্রতিষ্ঠান ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের উদ্যোগে ২২ আগষ্ট সকাল এগারটায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রীদেরকে নিয়ে নেগেটিভ রক্ত গ্রুপের মা বাছাই প্রকল্পের “ফ্রি ব্লাড গ্রুপিং” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জান্নাতের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ ইবরাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের উপদেষ্টা ও প্রকল্প আহবায়ক অধ্যাপক ফিরোজ আহমদ।
মূল আলোচনা পেশ করেন ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ ইউসুফ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের ডিরেক্টর ডাঃ জেসমিন আরা পারভীন।
অন্যদিকে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন- ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের ম্যানেজার আবু বক্কর। ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাজেদা আক্তার। উপস্থিত ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, এসএম তারেকুল হাসান তারেক ও দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগরসহ প্রায় শতাধিক ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য যে, প্রকল্পের মেথড- নবম হতে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করা ও ইষড়ড়ফ এৎড়ঁঢ়রহম ঢ়ৎড়মৎধস এর মাধ্যমে নেগেটিভ গ্রুপকে বাছাই করা।
You must log in to post a comment.