সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগড়ে অবাধে বিক্রি হচ্ছে আয়োডিন বিহীন লবণ

ঈদগড়ে অবাধে বিক্রি হচ্ছে আয়োডিন বিহীন লবণ

Salt - (non)হামিদুল হক, ঈদগড় :
কক্সবাজার ঈদগড়ে হাটবাজারসহ বিভিন্ন এলাকার সর্বত্র আয়োডিন বিহীন লবণ অবাধে বিক্রি হচ্ছে। সরকার আয়োডিন বিহীন লবণ উত্পাদন, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে একটি আইন প্রণয়ন করলেও বাস্তবে তা মানা হচ্ছে না। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে আয়োডিনযুক্ত লবণের পাশাপাশি আয়োডিন বিহীন লবণ বিক্রি করছে। ঈদগড়ের ধুমছাকাটা, বড়বিল, করলিয়া মুরা, হাসনা কাটা এলাকার গ্রাম্য দোকানসহ হাটবাজারে অবাধে আয়োডিন বিহীন লবণ বেচাকেনা চলছে। এসব লবণ অতি নিম্নমানের।
ঈদগড় বাজারে সরেজমিনে দেখা যায়, ৫/৬ জন ব্যবসায়ী বাজারে আয়োডিন বিহীন লবণ বিক্রি করছে। এক ব্যবসায়ী জানান, প্যাকেট লবণের চেয়ে দাম কম হওয়ায় চাহিদা বেশি। তাছাড়া গবাদি পশুকেও লবণ খাদ্য হিসাবে দেয়া হয়। এক স্বাস্থ্যকর্মী জানান, আয়োডিনের অভাবে মানুষ কম বুদ্ধি, গলগন্ড, মুটিয়ে যাওয়া, ত্বকের সমস্যা, মেয়েলী অসুখ, কুষ্ঠকাঠিন্য, সন্তান প্রসব হ্রাস, মানসিক ভারসাম্য হারানোসহ বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হতে পারে। তিনি আরো জানান, আয়োডিন বিহীন লবণ বাজারজাতকরণ সম্পূর্ণ নিষেধ। এমনকি গবাদি পশুকেও খাদ্য হিসাবে এ লবণ দেওয়া যাবে না।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/