হামিদুল হক, ঈদগড়:
কক্সবাজার ঈদগড়ে পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘদিনের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর রাতে ঈদগড় ক্যাম্পের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ঈদগড় পূর্ব রাজঘাটা এলাকার গাঁজা বিক্রেতা আবুতাহেরকে বাড়ী থেকে গাঁজাসহ আটক করে।
পুলিশ যাওয়ার বিষয়টি টের পেয়ে এসময় বেশ কয়েকজন গাঁজা সেবনকারী পালিয়ে যায়। ধৃত আবুতাহের দীর্ঘদিন থেকে বাড়ীসহ বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল।
এর আগেও তিনি অনেকবার জেল খেটেছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাও রয়েছে বলে জানা যায়।
You must log in to post a comment.