নিজস্ব সংবাদদাতা, ঈদগড়:
শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সর্বক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে কক্সবাজার-রামু। রামু উপজেলার ঈদগড়ে ওয়ার্ড ভিত্তিক সিনিয়র ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকেলে ঈদগড় হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সর্বক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে কক্সবাজার-রামু।
কক্সবাজারের সেই ছোট্ট ছেলে আমাদের মুমিনুল আজ জাতীয় দলে নেতৃত্ব দিচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের। মাননীয় প্রধানমন্ত্রী রামুতে একলাখ ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করছেন। ফলে ক্রীড়ার পাশাপাশি সমৃদ্ধ হচ্ছে এ উপজেলার পর্যটন শিল্পও।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙালি, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নুরাল হেলাল, আওয়ামীলীগ নেতা নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, ঈদগড় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী নুরুল আলম, মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক।
উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, মাসুদুর রহমান মাসুদ, ডা: আইয়ুব তাহের, স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ খান জয় ও ঈদগড় যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম প্রমূখ।
সাংসদ সাইমুম সরওয়ার কমল ঈদগড় পৌঁছে ইউনিয়ন শ্রমিকলীগ অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে এক জনসভায় অংশ নেন তিনি।
You must be logged in to post a comment.