সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগড়ে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

রামু উপজেলার পাহাড়ী ইউনিয়ন ঈদগড়ে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১১ মে সকালে ঈদগড় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গী বিরোধী বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। তিনি বলেন – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়ে। দেশ এখন মধ্য আয়ের দেশে উন্নিত হয়েছে। দেশকে জঙ্গি ও মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। এজন্য দেশপ্রেমিক জনগণকে জঙ্গিবাদীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ডা: একেএম ইকবাল হোসেন।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল ইসলাম টুটুল, কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মো: রুহুল আমিন, রামু ৫০ বিজিবির লে.কর্ণেল (সিও) গোলাম মোহাম্মদ তানভীর, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: নিকারুজ্জামান, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, রামু কেন্দ্রীয় সীমা বিহারের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবনেতা রিয়াজুল আলম। উক্ত অনুষ্ঠানে এলাকার সুশীল সমাজের পক্ষে মতামত পেশ করেন নুরুল আলম ফেরদৌসী, ডা: সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাঙ্গালী, দিলোয়ারা বেগম, হাফেজ আবদুল হক ও ডা: আয়ুব তাহের। উক্ত বিশেষ মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক তোফাইল, এডভোকেট আয়াছুর রহমান সহ  রামু ও পার্শ্ববর্তী ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আনসার সদস্য, ব্যবসায়ী সহ সর্বশ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/