সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের ৫ নং ওয়ার্ড কমিটি গঠিত

ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের ৫ নং ওয়ার্ড কমিটি গঠিত

https://coxview.com/?attachment_id=63835
কামাল শিশির; রামু :

কক্সবাজার রামুর ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের ৫ নং ওর্য়াড় কমটি গঠন করা হয়েছে। ৫ জানুয়ারী বড়বিল অফিস প্রাঙ্গনে রাত ৮ টায় ওসমান গণীর সভাপতিত্বে কমিটি গঠনকালে প্রধান অতিথি ছিলেন, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো।

প্রধান আলোচক ছিলেন, ঈদগড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ আহবায়ক সাংবাদিক কামাল শিশির। প্রধান বক্তা ছিলেন, যুগ্ম আহবায়ক কামরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, ডাক্তার ফিরোজ মিয়া, নুরুল হক, শফিক বাবুল, মো: সোনা মিয়া ।

সভায় কোরআন তেলাওয়াত করেন রমজান মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সেলিম উল্লাহ বাহাদুর ।

বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক নুরুল আমিন, ডাক্তার সজল শর্মা, হারুনুর রশিদ, ওসমান গনি, মো: হাশেম, সোলতান আহমদ, আবুল বশর, ওমর ফারুখ,মমতাজ আহমদ, মিজানুর রহমান বুলেট, হারুনুর রশিদ, মুফিজ মেম্বার, নুরুল হুদা, বাবুল ইব্রাহিম, বদিউল আলম, জাফর আলম ও আকতার আহমদ।

সভায় সবার সম্মতিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং রামু- কক্সবাজারের সাংসদ সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বকে আরো গতিশিল করার লক্ষে মো: ওসমান গণীকে সভাপতি, নুর কামালকে সাধারণ সম্পাদক, মামুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ইউনিয়ন আহবায়ক কমিটি।

সভায় অতিথিরা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণে ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের বিকল্প নেই। পাশাপাশি নেতা কর্মীদের সুখে দু:খে পাশে থাকার জন্য নব নির্বাচিত কমিটিকে নির্দেশ দেন।

সভায় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো নেতা কর্মীদের বিপদে আপদে, সুখে দু:খে সব সময় পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন। নব গঠিত কমিটিসহ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় ওর্য়াড থেকে আগত নেতৃবৃন্দরা।

Share

Advertisement

x

Check Also

ফাঁসিয়াখালীতে বন্যহাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি, #https://coxview.com/animal-elephent-rafiq-28-9-23/

ফাঁসিয়াখালীতে বন্যহাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি

বন্যহাতির তান্ডবে ফসলি ক্ষেত মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পাহাড়ি বন্যহাতির তান্ডবে দিশাহারা হয়ে পড়েছেন পার্বত্য ...

%d bloggers like this: