কক্সবাজারের এক রিসোর্টে গল্পের শুরু। রহস্যময় কারণে আত্মগোপন করে আছে নায়িকা আলিয়া চৌধুরী। তার সাথে পরিচয় হয় আরেক সন্দেহজনক চরিত্র সামিরের। একের পর এক মিথ্যে বলে আলিয়ার সাথে সম্পর্ক গড়ে তোলে সামি। আলিয়াও বুঝতে পারে, সামি মিথ্যে বলছে। কিন্তু সেও জড়িয়ে পড়ে এই নামহীন সম্পর্কের জালে। রিসোর্টের আরেক অতিথি নবদম্পত্তি অনিক ও নেহা ঠান্ডা মাথার খুনি রাসুর খপ্পরে পড়ে হয়ে পড়ে দিশেহারা। এই দুটো গল্পের সুতো একই বিন্দুতে এসে মেশে যেখানে অনিবার্য হয়ে ওঠে সবার অনাকাংখিত উপলব্ধি। এমন গল্পেই নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘নায়িকা দি হিরোইন’। এটি প্রচারিত হবে এশিয়ান টিভি তে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৮:৪০ মিনিটে। রোমান্টিক থ্রীলার নাটটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে তৌকির আহমেদ ও বিজরী বরকতুল্লাহ।
শফিকুর রহমান শান্তনুর রচনা ও সকাল আহমেদ এর পরিচালনায় নির্মিত নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাঈদ বাবু, প্রভা, মুনিয়া, নিবেদিতা দাস।
নাটকটি নির্মাণ করা হয়েছে টম ক্রিয়েশনস এর ব্যানারে ।
– বাংলাদেশপ্রেসডটকম,ডেস্ক।
You must be logged in to post a comment.