Home / প্রচ্ছদ / ঈদ উপলক্ষে কুমার বিশ্বজিৎ এর নতুন গান

ঈদ উপলক্ষে কুমার বিশ্বজিৎ এর নতুন গান

Kumar Bishajitঅনলাইন ডেস্ক:  ঈদ উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। বৈশাখী টেলিভিশনের ‘দ্বারা দিয়া কর্তৃক’ শিরোনামের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানে গানটি গেয়েছেন এ গুণী শিল্পী।
‘বৃষ্টি বন্ধু’ শিরোনামে গানটির কথা লিখেছেন- আহসান কবির। সুর করেছেন- জিয়াউল হাসান পিয়াল। বর্তমানে রাজধানীর বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়নের কাজ চলছে।
আসিফ রহমান ও আলমগীর রাসেলের প্রযোজনায় ‘দ্বারা দিয়া কর্তৃক’ ম্যাগাজিন অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায়। সূত্র: বাংলাদেশ প্রেস।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: