কক্সবাজারের উখিয়া উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ও পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন (৩৫) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার মৃত্যুতে পালংখালী ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। গত শনিবার সন্ধ্যা ৭টার সময় হানিফ পরিবহণযোগে উখিয়া হয়ে ঢাকা যাওয়ার পথে কক্সবাজারের চকরিয়ার উপজেলার খুটাখালী এলাকায় ডাম্পারের সাথে মুখামুখী সংঘর্ষে গুরুতর আহত হলে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ইউপি সদস্য কামালের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তাররা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে মারা যায় বলে পারিবারিক সূত্রে জান যায়।
কামাল উদ্দিন মেম্বারের মৃত্যুতে অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উখিয়া টেকনাফের সাবেক সংসদ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম.মোক্তার আহমদ, উপজেলা যুবদলের সভাপতি হামিদ হোসেন সাগর, সাধারণ সম্পাদক জামাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সিকদার, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান সিদ্দিকী, সাধারণ সম্পাদক আরফাত চৌধুরীসহ উখিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। দলীয় নেতাকর্মী ও পালংখালী ইউনিয়নবাসীর মাঝে করুণ শোকের হাওয়া বিরাজ করছে।
রোববার বিকেলে জানাযার নামায শেষে পালংখালী ইউনিয়নের তার বাড়ী সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
You must be logged in to post a comment.