কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাংসদ এমপি আব্দুর রহমান বদির হাতে লাঞ্ছিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উখিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী মোস্তফা মিনহাজকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে উখিয়া থেকে তাৎক্ষণিক বদলি করে ফেনী জেলার সোনাগাজি উপজেলা প্রকৌশলী হিসাবে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার তাকে কক্সবাজার থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে উখিয়া এলজিইডি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত বুধবার উখিয়া উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমম্বয় সভায় উপস্থিত হতে বিলম্ব হওয়ায় উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি উক্ত প্রকৌশলীর অফিসে গিয়ে তাকে লাঞ্ছিত করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সর্বত্রে তোলপাড় সৃষ্টি হয়।
উখিয়ার এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন জানান, উখিয়া থেকে প্রকৌশলী মোস্তফা মিনহাজকে বদলী করা হলেও শূন্য পদে এখনো অন্য কাউকে নিয়োগ দেয়া হয়নি। তবে স্থানীয়দের অভিমত দ্রুততম সময়ের মধ্যে একজন নির্বাহী প্রকৌশলী নিয়োগ দেওয়া না হলে উখিয়ার সার্বিক উন্নয়ন কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে।
You must log in to post a comment.